LalmohanNews24.Com | logo

১৩ই অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ | ২৮শে নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ

বৃষ্টি নামাতে ব্যাঙের বিয়ে!

বৃষ্টি নামাতে ব্যাঙের বিয়ে!

পাত্রপাত্রীকে একসঙ্গে বিয়ের পিঁড়িতে বসানো হয়। যথারীতি চারচক্ষুর মিলন। তারপর উলুধ্বনি এবং মন্ত্রপাঠের মধ্যে দিয়ে শুভবিবাহও সম্পন্ন হয়ে গেল! এ দৃশ্য আমাদের অতি পরিচিত, বহুবার দেখা। তাও এই চেনা বিয়ের দৃশ্যই ইন্টারনেটে হুলস্থুল ফেলে দিয়েছে!

কেন? হবে না-ই বা কেন! এই বিয়ের পাত্রপাত্রী যে মানুষই নয়, বরং দু’টি ব্যাঙ! ভাতের কর্ণাটকের উডুপি অঞ্চলে অনেকদিন ধরে বৃষ্টি না হওয়ায় সেখানকার মানুষের চিন্তার শেষ ছিল না। তাই বৃষ্টির আশায় তড়িঘড়ি করে দুই ব্যাঙের বিয়ে দিয়ে দেন এই শহরের অধিবাসীরা।

‘মণ্ডুক পরিণয়’ নামের এই বিয়েতে, হিন্দু শাস্ত্রমতেই এই দুই ব্যাঙ বরুণ এবং বর্ষার বিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, বিয়ের পর তাদেরকে মণিপালে মধুচন্দ্রিমার সুযোগও করে দেওয়া হল! এই শুভকাজের ফলে বৃষ্টি আসুক বা না আসুক, বিয়ের ভিডিও দেখে নেটিজ়েনরা হেসেই কুটিপাটি হচ্ছেন!

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি