LalmohanNews24.Com | logo

১৩ই আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ | ২৬শে জুন, ২০১৯ ইং

বিরাটের সম্পর্কে এ কী বললেন আনুশকা?

বিরাটের সম্পর্কে এ কী বললেন আনুশকা?

বিরাট কোহালি এবং অনুশকা শর্মা। বলিউড এবং ক্রিকেটের হট কাপল তারা। সদ্য এক বছরের বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছেন দম্পতি। এর মধ্যেই বিরাটের সম্পর্কে একটি বিশেষ স্বীকারোক্তি প্রকাশ্যে আনলেন অনুশকা।

আনুশকা শর্মার শেয়ার করা স্ট্যাটাস

আনুশকা শর্মার শেয়ার করা স্ট্যাটাস

সোশ্যাল মিডিয়ায় বিরাটের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন নায়িকা। ক্যাপশনে লিখেছেন, তুমিই আমাকে এত খুশি রাখো।

অর্থাৎ বিরাটের কারণেই অনুশকার জীবনের বেশির ভাগ ভাল-লাগা, আনন্দের মুহূর্ত তৈরি হয়। অনুশকা এমনটাই বোঝাতে চেয়েছেন বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

কিছু দিন আগেই ‘জিরো’র প্রোমোশন শেষ করে বিরাটের কাছে অস্ট্রেলিয়ায় গিয়েছেন অনুশকা। নতুন বছরের শুরুটাও সিডনিতেই কাটিয়েছেন দম্পতি। এই মুহূর্তে খেলার মাঠেও এগিয়ে বিরাটের দল। চার টেস্টের সিরিজে ২-১এ এগিয়ে ভারত। ফলে ফুরফুরে মেজাজে সময় কাটছে দম্পতির।

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি