আরশাদ মামুন: লালমোহন-তজুমুদ্দিন উপজেলার পাঁচ লক্ষ জনতার যে কোন বিপদকালীন সময়ে বটবৃক্ষের ছায়া এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। এলাকাবাসীর ভালোবাসার ভোটে বিজয়ী হওয়ার পর থেকে নিজ কাঁধে দায়িত্ব তুলে নেওয়ার ফলশ্রুতিতে এসকল মানুষের বিপদ আপদ সুখ দুঃখ সব কিছু নিজের মনে করে সত্যিকার অর্থে একজন সেবক হিসেবে জননেতা এমপি শাওন রাজনীতির রাজপথে সাধারণ মানুষের মাঝে মানবতার আইকন।
রোয়ানু সিডর আইলায় জনগনের সেবায় সাফল্যের পথে এগিয়ে চলছেন এমপি শাওন। মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার ধারাবাহিক মানসিকতায় করোনা দূর্যোগের সাথে ঘূর্ণিঝড় আম্ফানে সাধারণ মানুষের পাশে থেকে সাধ্যর চেয়ে অধিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে নজীর সৃষ্টি করেছেন এমপি শাওন।
বিগত দেড় মাস ধারাবাহিক করোনা দূর্ভোগ লাগবে রাত দিনের ব্যবধানহীন ছুটে চলা এমপি শাওন জেনো যান্ত্রিক রোবটের ন্যায় ঘূর্ণিঝড় আম্ফানেও নিজের জীবন ঝুঁকি নিয়ে জনগনের দৌড়গোরায় গিয়ে খাবার সামগ্রী ও ইফতার বিতরন করেন এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। এমপি শাওনের চিন্তা চেতনায় শুধুই মানুষের কল্যান কামনা করা।
Facebook Comments Box
‘করোনায় মৃতদের জন্য আগেই খুঁড়ে রাখা হচ্ছে কবর’
মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে দেশে মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়তে......বিস্তারিত