ফেনীর দাগনভূঞায় এক নারীকে ধর্ষণের অভিযোগে তার চাচাতো দেবরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ আলীপুরের বাড়ি থেকে অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ওই নারীর ঘরে কেউ না থাকার সুযোগে চাচাতো দেবর জাহাঙ্গীর আলম সেখানে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ সময় ভাবির চিৎকারে বাড়ির অন্য লোকজন এগিয়ে এসে জাহাঙ্গীরকে আটক করলেও তিনি কৌশলে পালিয়ে যায়।
ভূক্তভোগী নারী বলেন, দেড় বছর আগে প্রবাসে আমার স্বামী মৃত্যুবরণ করেন। এরপর থেকে প্রায়ই বিদেশ থেকে আমাকে মোবাইল ফোনে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিলেন জাহাঙ্গীর। গত দুই মাস আগে তিনি দেশে এসে আমাকে বিয়ের প্রস্তাব দেন। রাজি না হওয়ায় আমাকে ধর্ষণ করেন।
দাগনভূঞা থানার পরিদর্শক (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। নির্যাতনের শিকার নারীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
‘বাংলাদেশ ও ভারতকে যুক্ত করছে যে নদীসেতু’
Jasim Jany: বাংলাদেশ ও ভারত সীমান্তে দুই দেশের মধ্যে সংযোগের জন্য ফেনী......বিস্তারিত