লালমোহননিউজ২৪ ডটকমঃ আজ এসএসসি পরিক্ষার ১ম দিন। প্রস্তুত পরিক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য এসএসসি পরিক্ষার্থী তাহমিনা। তবে এরই মধ্যে ঘটলো দুর্ঘটনা। বাবা চলেন গেলেন না ফেরার দেশে। তবুও নিজের শিক্ষা জীবনের প্রথম কেন্দ্র পরিক্ষা দিতে মৃত বাবার লাশ বাড়িতে রেখে পরিক্ষা হলে চলে আসলো তাহমিনা।
এরকম শোকাহত খবর পেয়ে ওই পরিক্ষার্থীকে শান্তনা দিতে পরিক্ষা হলে ছুটে আসেন ফরিদপুর সদরপুরের ইউএনও পূরবী গোলদার। পরীক্ষার হলে গিয়ে তাহমিনা কে মমতার চাদরে শান্তনা জানান তিনি। পরীক্ষা শেষে নিরাপদে বাড়ি ফেরার জন্যেও ব্যবস্থা গ্রহণ করেন ইউএনও পূরবী।
লেখাটি ফেসবুক থেকে নেওয়া হয়েছে।
সংগ্রাহকঃ হাসান পিন্টু
‘গৃহবধূর ৭ টুকরা লাশ উদ্ধার, স্বামী আটক’
Jasim Jany: গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় রেহানা আক্তার নামের এক গৃহবধূর সাত......বিস্তারিত