LalmohanNews24.Com | logo

১০ই মাঘ, ১৪২৬ বঙ্গাব্দ | ২৩শে জানুয়ারি, ২০২০ ইং

বাসে বমি করতে গিয়ে দুইভাগ হয়ে গেল তরুণীর মাথা

বাসে বমি করতে গিয়ে দুইভাগ হয়ে গেল তরুণীর মাথা

বমি করতে গিয়ে যে এমন অবস্থা হতে পারে তা ভাবতেও গা শিউরে ওঠে ৷ বমি করার সময় মাথার খুলি ফেটে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এক তরুণীর ৷ ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন জানায়, রোববার মুর্শিদাবাদের লালবাগ জেলায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে৷

২৪ বছর বয়সী ভানু মন্ডল নামের ওই নারী জিয়াগঞ্জ থেকে বহরমপুরের উদ্দেশে বাসে উঠেছিলেন। বাসে ওঠার পর থেকে শরীর খারাপ লাগছিল বলে জানিয়েছিলেন তিনি৷ শারীরিক সমস্যার কারণেই হঠাৎ বমির বেগ আসে তার।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বমি করার জন্য বাসের জানালা থেকে মাথা বের করতেই রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খান ভানু মন্ডল৷ খুঁটির আঘাতে মাথার খুলি দু’টুকরো হয়ে যায় তার।

চলন্ত বাসে বিদ্যুতের খুঁটির ধাক্কায় মাথার ঘিলুও ছিটকে পড়ে রাস্তায়। পুরো রাস্তা ভেসে যায় রক্তে ৷ বাসের মধ্যেও ফিনকি দিয়ে ছিটকে পড়ে রক্তে ৷ মর্মান্তিক এমন দূর্ঘটনার পর সঙ্গে সঙ্গে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা ভানু মন্ডলকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি