ঢাকা থেকে মোঃ সোয়েব মেজবাহউদ্দিন,
বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন এর ২০২০-২০২২ সালের নির্বাহী সদস্য পদের নির্বাচন গতকাল সোমবার ৯ মার্চ, ২০২০ ঢাকার ফ্যামিলী ও ওয়ার্ল্ড এর কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। ৪টি পদের জন্য ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১৭৩ জন ভোটারের মধ্যে ১৬২ জন ভোট প্রদান করেন। দুপুর ২টা হতে বিকাল ৬ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। নির্বাচনে মোঃ মনজুরুল হুদা, ব্যবস্থাপনা পরিচালক, সুইট এগ্রোভেট লিঃ ১ম, এ এইচ এম সদরুল আলম, ব্যবস্থাপনা পরিচালক, অংকুর ট্রেডার্স, ২য়, মোঃ মিজানুর রহমান খান, চেয়ারম্যান, সিরাজ এগ্রো ইন্টারন্যাশনাল লিঃ ৩য় এবং মোঃ মারুফুজ্জামান, প্রোপ্রাইটর, গুরপুকুর কর্পোরেশন, ৪র্থ স্থানে আগামী ৩ বছরের জন্য জয়লাভ করেন।
‘মোবাইল-মানিব্যাগ চুরিরও অভিযোগ রয়েছে মামুনুল হকের বিরুদ্ধে’
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক......বিস্তারিত