LalmohanNews24.Com | logo

১২ই আশ্বিন, ১৪২৭ বঙ্গাব্দ | ২৮শে সেপ্টেম্বর, ২০২০ ইং

বাংলাদেশ ফুটবলে অবনতি!

বাংলাদেশ ফুটবলে অবনতি!

ফিফা র‌্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ে ওমানের বিপক্ষে বাংলাদেশের বড় হারের ছাপ পড়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ে। বৃহস্পতিবার নতুন প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ নেমে গেছে বাংলাদেশ। এই মুহূর্তে লাল-সবুজের দেশের অবস্থান ১৮৭।

গত মাসে বাংলাদেশের তিন ধাপ উন্নতি হয়েছিল। ১৮৭তম অবস্থান থেকেই ১৮৪তম স্থানে উঠেছিল জামাল ভূঁইয়ারা। এবার অবনতি হয়ে ফিরে এসেছে আগের অবস্থানে। ৫ পয়েন্ট হারিয়ে বাংলাদেশের বর্তমান পয়েন্ট এখন ৯১৫।

শীর্ষ দশে বড়সড় কোনো পরিবর্তন আসেনি। কেবল ক্রোয়েশিয়া সাত থেকে ছয় নম্বরে উঠেছে। আর পর্তুগাল ছয় থেকে সাতে নেমেছে। অন্যরা ধরে রেখেছে যার যার অবস্থান। ১০ পয়েন্ট কমলেও ১৭৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বেলজিয়াম। ফ্রান্স দ্বিতীয়, ব্রাজিল তৃতীয়, ইংল্যান্ড চতুর্থ ও উরুগুয়ে আছে পঞ্চম স্থানে। স্পেন অষ্টম, আর্জেন্টিনা নবম ও কলম্বিয়ার অবস্থান দশম।

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি