বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন (বিআইইএ) এর ভোলা জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় পরিচালনা পরিষদ কর্তৃক ২০ জুলাই এ কমিটি গঠন করা হয়। কমিটিতে আহবায়ক মোঃ ইউসুফ আলী (ভোলা), যুগ্ম আহবায়ক মোঃ বোরহান মাহমুদ (লালমোহন) ও আঃ আল নোমান (তজুমদ্দিন) এবং সদস্য সচিব হিসেবে মোঃ আব্দুর রহিম (ভোলা) নির্বাচিত হয়েছে।
১১ সদস্য বিশিস্ট এ কমিটির সদস্য যথাক্রমে মোঃ তানভীর হোসেন নাহিদ (লালমোহন), মোঃ বাহালুল আহসান (দৌলতখান), মোঃ তাজউদ্দিন তৌহিদ (লালমোহন), মোঃ মিজান হাওলাদার (চরফ্যাশন), মোঃ মিরাজ হোসেন (বোরহানউদ্দিন), মোঃ রফিকুল ইসলাম (মনপুরা) ও মোঃ জাকির হোসাইন (দুলারহাট)।
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন (বিআইইএ) এর বরিশাল জোনের সমন্বয়ক ও ভোলা জেলার দায়িত্বপ্রাপ্ত মোঃ সরোয়ার পারভেজ, জাতীয় পরিচালনা পরিষদের সদস্য মোঃ জহিরুল ইসলাম ও ট্রাস্টি প্রকৌঃ আব্দুল্লা আল মামুন ভোলা জেলার এ আহবায়ক কমিটির অনুমোদন দেন।
‘আত্মহত্যাকারীর জন্য দোয়া করা যাবে কি?’
Jasim Jany: মুফতি ইমরানুল বারী সিরাজী সাখাওয়াতুল ইসলাম, ফেনী প্রশ্ন : জামাতে......বিস্তারিত