সোহেল আজীজ শাহীন ।। বন্ধ হওয়ার পথে লালমোহন লঞ্চঘাট। লালমোহন খালের ফরাজগঞ্জ অংশে অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত ব্রীজ নির্মানের ফলে ব্যবসায়িক দিক থেকে অত্যান্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক লঞ্চঘাট টি চিরতরে বন্ধ হয়ে যেতে বসেছে। কমপক্ষে ৩৩ ফুটের অধিক উচ্চতা সম্পন্ন ব্রীজ নির্মান না করলে ঢাকা- লালমোহন রুটের লঞ্চগুলো চলাচল করতে পারবেনা। বর্তমান ব্রীজটি ২৮ ফুট উচ্চতায় নির্মান করা হচ্চে। ব্রীজের কাজ কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় কাজ শুরু হওয়ায় ইতোমধ্যে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। লঞ্চঘাট টি বন্ধ হয়ে গেলে লালমোহন বাজারের ব্যবসায়ীরা মারাত্বক ব্যবসায়িক ঝুকিতে পতিত হবে। বন্ধ হয়ে যাবে পৌরসভার অন্যতম আয়ের উৎস। সর্বশেষ তথ্য, ব্যবসায়ীদের আবেদনে সাড়া দিয়ে মাননীয় এমপি জনাব নুরুন্নবী চৌধুরী শাওন সাময়িক ভাবে ব্রীজের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
‘মা অনেক কিছু শেখালেও তাকে ছাড়া কিভাবে বাঁচতে হয় সেটাই শেখাননি!’
আফগানিস্তান ক্রিকেটের ‘পোস্টার বয়’ বলা যায় লেগস্পিনার রশিদ খানকে। রশিদের......বিস্তারিত