মো: রিপন, বদরপুর থেকে ফিরে।। কোস্ট ট্রাস্টের আয়োজনে,পিকেএসএফ এর সহযোগিতায় ও ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে ১নং বদরপুর ইউনিয়ন কমপ্লেক্সে বৃহস্পতিবার বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয়া হয়।
এইচ এম সাহেব এর সভাপত্বিতে
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাবেক লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: বাবুল মাতব্বর। বিশেষ অতিথি ছিলেন বদরপুর ডি এ দাখিল মাদ্রাসার সুপার মো: মিরাজ মাহমুদ,ইউপি সচিব মো:জাহাঙ্গীর কবির,FWA মীরা রানী, শাখা ব্যবস্হাপক মনির হোসেন,পিও-টেকনিক্যাল মাহবুব আলম,পিও-সোশ্যাল রাবেয়া আফরোজ।
এ সময় বিনামূল্যে ৩৫০জন দরিদ্র মানুষকে রক্তের গ্রুপ ও ডায়াবেটিকস নির্নয় করা হয়।
হাসান পিন্টু
‘খুনের পর হৃৎপিণ্ড কেটে আলু দিয়ে রান্না’
Jasim Jany: যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের এক ব্যক্তিকে তিনজনকে খুনের দায়ে গ্রেফতার করা......বিস্তারিত