LalmohanNews24.Com | logo

১৪ই অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ

বজ্রপাতে স্কুলছাত্রীসহ পাঁচ জনের মৃত্যু

বজ্রপাতে স্কুলছাত্রীসহ পাঁচ জনের মৃত্যু

পাবনার বেড়া উপজেলার পৃথক স্থানে শুক্রবার বিকেলে বজ্রপাতে এক স্কুলছাত্রীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- উপজেলার নতুনভারেঙ্গা ইউপির আগবাকশোয়া গ্রামের জিনাত প্রামানিকের ছেলে মান্নান প্রামানিক, হবিবর প্রামানিকের ছেলে সালাম প্রামানিক, মনসের শেখের ছেলে আনসার শেখ, চর বোরামারা গ্রামে তমসের ব্যাপারীর মেয়ে নাছিমা খাতুন ও ভাঙ্গুড়ার নৌবাড়িয়া গ্রামের হারান আলীর ছেলে শামীম আহমেদ।

বোরামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফেরদৌস তপন জানান, নাছিমা বাড়ির পাশের মাঠে পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে নতুনভারেঙ্গা উচ্চ বিদ্যালয়ের স্প্তম শ্রেণির ছাত্রী ছিল।

এদিকে, নতুনভারেঙ্গা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, তিন কৃষক বাড়ির পাশের মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। বেড়া মডেল থানার ওসি শাহিদ মাহমুদ বলেন, একই দিনে বজ্রপাতে চার জন মারা গেছেন।

ভাঙ্গুড়া থানার ওসি মো. মাসুদ রানা বলেন, দুপুরে শামীম গরুকে ঘাস খাওয়াতে গেলে বজ্রপাতে আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি