মোঃ জসিম জনি ॥
ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গববন্ধু বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। জাতীর পিতার স্বপ্ন বাস্তবায়নে তিনি বাংলাদেশকে অতি দরিদ্রের মডেল থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে লালমোহনে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন আয়োজিত বর্ণাঢ্য র্যালী শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি একথা বলেন। এমপি শাওন বলেন, জাতীর পিতার অধিনে চাকরী করে জিয়া বঙ্গবন্ধুর সাথে বেইমানি করেছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর তার প্রতি চরম অবজ্ঞা করা হয়েছে। বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। তার ফল জিয়াও পেয়েছে।
এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম বাদল প্রমূখ উপস্থিত ছিলেন।
‘পদ্মা সেতুর নামে বিদেশী ছবি প্রচার হচ্ছে কেন?’
1889 Shares Share on Facebook Share on Twitter পদ্মা সেতু......বিস্তারিত