LalmohanNews24.Com | logo

২৩শে অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ | ৮ই ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ

ফের…

ফের ভাইরাল হলো সালমান খান আর ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমের সময়কার ছবি। এ ছবি সেই সুসময়ের। যখন ডেট করছিলেন এই দুই তারকা। শনিবার ভারতীয় কয়েকটি  সংবাদমাধ্যমে ছবিটির পাশাপাশি এ নিয়ে সংবাদও প্রকাশ হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে, সোজা ক্যামেরার দিকে চোখ। মুখে লেগে আছে হাসি। পাশাপাশি বসে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন এবং সালমান খান। ঐশ্বরিয়ার হাতে চা বা কফির কাপ।

এতদিন পরে পুরনো এ ছবি দেখেই নস্টালজিয়ায় ভেসে চলেছেন অনুরাগীরা। উল্লেখ্য, ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বানশালী পরিচালিত ‘হাম দিল দে চুকে সনম’। সে ছবির সেটেই সালমান-ঐশ্বরিয়ার প্রেম গভীর হয়। তিন বছরের মধ্যে অর্থাৎ ২০০২ নাগাদ ভাঙন ধরে সে সম্পর্কে। সালমানের বিরুদ্ধে মানসিক এবং শারীরিক অত্যাচারের অভিযোগও তুলেছিলেন ঐশ্বরিয়া। যদিও সে সব অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন সালমান। কিন্তু ভাঙা সম্পর্ক আর জোড়া লাগেনি। একদিকে অভিষেক বচ্চনকে বিয়ে করে সংসারী হয়েছেন ঐশ্বরিয়া রাই। অন্যদিকে কখনো ক্যাটরিনা কাইফ, কখনো বা লুুলিয়া ভানটুরের সঙ্গে সম্পর্কের গসিপে জড়িয়ে পরতে থাকেন সালমান খান।

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি