LalmohanNews24.Com | logo

৪ঠা আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ | ১৯শে সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ

বিজ্ঞাপন

প্রেম………

কাতার প্রবাসী ইমরুল কায়েস। বয়স চব্বিসের কোটায়। সাড়ে ৩ বছর তার প্রবাস জীবন। পীরগঞ্জের চৈত্রকোল ইউনিয়নের খালিশা দুর্গাপুর গ্রামের মমিনুল ইসলামের পুত্র কায়েস। প্রায় ৪ বছর আগে আত্মীয়তার সূত্র ধরে দেখা হয়েছিল কলেজ পড়ুয়া কুলছুমা আক্তার সুমি’র সঙ্গে। সুমি পাশ্ববর্তী মিঠাপুকুর উপজেলার মাহিয়ার পুর গ্রামের মোকসেদ আলীর কন্যা।

সুমিকে প্রথম দেখাতেই ভাললাগে কায়েসের। ভাললাগা শব্দটি সুমিকে জানানোর আগেই সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ইমরুল পাড়ি জমায় কাতার। প্রবাস জীবনের কর্মময় ব্যস্ততার মাঝেও ভুলতে পারেনি প্রথম দেখা সেই কুলছুমা আক্তার সুমিকে।

মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে  তার বাসনার কথা জানায়। সুমিও এতে সাড়া দেয়। চলে চুটিয়ে প্রেম। প্রতিদিন ইমো’র বদৌলতে দেখা হয় কথা হয় দু’জনের।

সম্প্রতি কুলছুমা আক্তার সুমি’র পরিবার তাকে অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা করলে বিয়েতে অস্বীকৃতি জানায়। তার পরও বিয়ের জন্য চাপ বাড়তেই থাকে। এক পর্যায়ে সুমি কাতার প্রবাসী ইমরুলের সাথে যোগাযোগ করে তার পরামর্শে গত ২৯ অক্টোবর সবার অজান্তে প্রেমিক কায়েসের বাড়িতে হাজির হয়। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ইমরুলের দেশে ফেরার কথা।

১লা নভেম্বর তাদের ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে বিয়ে হওয়ার কথা থাকলেও বাধসাধে পুলিশ। গত ৩১ অক্টোবর সুমি’র মা কদবানু বেগম পীরগঞ্জ থানায় অপহরণের লিখিত অভিযোগ করেন। এতে ইমরুল কায়েসসহ তার ভাই মোতাল্লেব হোসেন, বাবা মমিনুল ইসলাম ও মা মাবিয়া বেগমকে অভিযুক্ত করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই ইমরুলের বাড়িতে অভিযান চালালেও কুলছুমা আক্তার সুমি কিংবা কাউকে আটক করতে পারেনি। এ সংবাদ লেখা পর্যন্ত উভয় পরিবারের মধ্যে সমঝোতা বৈঠকের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি