LalmohanNews24.Com | logo

২রা শ্রাবণ, ১৪২৬ বঙ্গাব্দ | ১৭ই জুলাই, ২০১৯ ইং

প্রেম করার জন্য নারীরা পাবেন ছুটি!

প্রেম করার জন্য নারীরা পাবেন ছুটি!

অবিশ্বাস্য হলেও সত্য প্রেম করার জন্য এখন থেকে নারীরা পাবেন ডেটিংয়ের ছুটি। এমনই নিয়ম চালু করেছে দুটি সংস্থা। তারা তাদের সংস্থার মহিলা কর্মীদের প্রেম করার সময় দিচ্ছে। এর জন্য তারা চালু করল ‘ডেটিং লিভ’।অবিশ্বাস্য হলেও সত্য প্রেম করার জন্য এখন থেকে নারীরা পাবেন ডেটিংয়ের ছুটি। এমনই নিয়ম চালু করেছে দুটি সংস্থা। তারা তাদের সংস্থার মহিলা কর্মীদের প্রেম করার সময় দিচ্ছে। এর জন্য তারা চালু করল ‘ডেটিং লিভ’।

কেন এমন সিদ্ধান্ত নিল ওই দুই সংস্থা, তার ব্যাখাও মিলেছে। তারা জানিয়েছে, কাজের চাপে মহিলা কর্মীরা প্রেম করার সময় পাচ্ছেন না। ফলে তাদের ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি হচ্ছে। এর প্রভাব পড়ছে কাজে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কেন এমন সিদ্ধান্ত নিল ওই দুই সংস্থা, তার ব্যাখাও মিলেছে। তারা জানিয়েছে, কাজের চাপে মহিলা কর্মীরা প্রেম করার সময় পাচ্ছেন না। ফলে তাদের ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি হচ্ছে। এর প্রভাব পড়ছে কাজে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই সংস্থা দুটির ধারণা, ডেটিং লিভে গেলে মহিলা কর্মীদের মন ভালো হবে। তারা ছুটি থেকে ফিরে নতুন উদ্যমে কাজ করতে পারবেন।ওই সংস্থা দুটির ধারণা, ডেটিং লিভে গেলে মহিলা কর্মীদের মন ভালো হবে। তারা ছুটি থেকে ফিরে নতুন উদ্যমে কাজ করতে পারবেন।

তবে দুটি শর্ত আরোপ করা হয়েছে ডেটিং লিভের উপর। প্রথম বছরে ৮টির বেশি ডেটিং লিভ নেওয়া যাবে না। আর দ্বিতীয়ত এই লিভ পাওয়ার জন্য বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে। ২০ থেকে ৩০ বছরের মধ্যে যাদের বয়স, তারাই ডেটিং লিভ পাবেন।তবে দুটি শর্ত আরোপ করা হয়েছে ডেটিং লিভের উপর। প্রথম বছরে ৮টির বেশি ডেটিং লিভ নেওয়া যাবে না। আর দ্বিতীয়ত এই লিভ পাওয়ার জন্য বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে। ২০ থেকে ৩০ বছরের মধ্যে যাদের বয়স, তারাই ডেটিং লিভ পাবেন।

এই ছুটি যে দুটি সংস্থা চালু করেছে, সেগুলি চীনের জিয়াং শহরে অবস্থিত। আপাতত সেখানকার কর্মীরাই এই সুবিধা পাচ্ছেন।

হাসান পিন্টু

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি