মাদারীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজছাত্রীকে শাওন নামে এক বখাটে ব্লেড ও চাকু দিয়ে কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ১০টার দিকে শহরের চৌরাস্তা এলাকায় এ ঘটনা হয়।
কলেজছাত্রীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শহরের রকেট বিড়ি এলাকার শাওন বেশ কিছুদিন ধরে ওই কলেজছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন। গতকাল মঙ্গলবার বিকেলে ওই ছাত্রীকে এক জায়গায় তার সঙ্গে দেখা করতে বলেন শাওন। কিন্তু ওই ছাত্রী না এলে তিনি ক্ষিপ্ত হন। পরে রাতে ওই শিক্ষার্থীর বাসায় ঢুকে ব্লেড ও চাকু দিয়ে তার মুখমণ্ডলে আঘাত করে পালিয়ে যান শাওন।
কলেজছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, আমার মেয়েকে অনেক দিন ধরে বখাটে শাওন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। রাস্তাঘাটে উত্ত্যক্তও করত। আমার মেয়ের ওপর হামলাকারী শাওনের বিচার চাই।
মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল হাসান বলেন, এক বখাটে ছেলে বাসায় ঢুকে এক মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে, এমন খবর পেয়েই আমরা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছি। রাতেই মামলা তালিকাভুক্ত করেছি। বখাটে শাওনকে গ্রেপ্তার অভিযান চলছে।
‘বাংলাদেশ ও ভারতকে যুক্ত করছে যে নদীসেতু’
Jasim Jany: বাংলাদেশ ও ভারত সীমান্তে দুই দেশের মধ্যে সংযোগের জন্য ফেনী......বিস্তারিত