রাজশাহীতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) গণিত পরীক্ষার প্রশ্নপত্রসহ এক পরীক্ষার্থীর মাকে আটক করে থানায় দেওয়া হয়েছে। রাজশাহীর পিএন সরকারি গার্লস স্কুলে এ ঘটনা ঘটে।
আজ শনিবার বেলা পৌনে ১০টার দিকে তাকে আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
জানা গেছে, সকাল ১০টা থেকে গণিত পরীক্ষা শুরু হয়। এর আগেই কেন্দ্রের সামনে বসে এক পরীক্ষার্থীকে প্রশ্ন সমাধান করে দিচ্ছিলেন ওই নারী। টের পেয়ে অন্য শিক্ষার্থীদের অভিভাবকরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি সরে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।
মহানগরীর বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ এ বিষয়ে সাংবাদিকদের বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পিএন স্কুলে আসা অভিভাবকরা এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে। তবে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। পরীক্ষার প্রশ্নপত্র পেলে তার সঙ্গে মিলিয়ে দেখা হবে।
‘খুনের পর হৃৎপিণ্ড কেটে আলু দিয়ে রান্না’
Jasim Jany: যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের এক ব্যক্তিকে তিনজনকে খুনের দায়ে গ্রেফতার করা......বিস্তারিত