প্রশ্নপত্র ফাঁস করলে কেউ রেহাই পাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস হয়েছে প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে পরীক্ষা বাতিল করা হবে বলে।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি গভ. ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এই পরীক্ষা নিরাপদ রাখতে মানুষের পক্ষে যা যা করা সম্ভব এবার তাই করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস করলে কেউ রেহাই পাবে না। কী হবে আমি নিজেও বলতে পারি না। তবে চরম ব্যবস্থা নেয়া হবে।’
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘২০ লাখের বেশি শিক্ষার্থীর বিষয়টি বিবেচনা করে এবং পরীক্ষার রুটিন দেখে রাজনৈতিক কর্মসূচি দেবেন। যাতে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে কোনো অসুবিধা না হয়।’
তিনি বলেন, কোথাও প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া গেলে সারা দেশে সে দিনের পরীক্ষা বাতিল করা হবে। আমরা আশা করছি, এবার আর কোনোভাবেই প্রশ্নফাঁস হবে না।’ এ সময় আদৌ প্রশ্ন ফাঁস হয়েছে কিনা- তা যাচাই করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান নুরুল ইসলাম নাহিদ।
‘পদ্মা সেতুর নামে বিদেশী ছবি প্রচার হচ্ছে কেন?’
1889 Shares Share on Facebook Share on Twitter পদ্মা সেতু......বিস্তারিত