হাসান পিন্টু, লালমোহননিউজ২৪ ডটকমঃ দ্বীপজেলা ভোলার লালমোহন উপজেলার সদর লালমোহন ইউনিয়নের ফুলবাগিচার কৃতি সন্তান “আবদুল্লাহ সোহাগ ” পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থেকে এ্যানিমল সাইন্স এন্ড মেডিসিন বিষয়ে সন্তষজনক ফলাফল অর্জনের স্বীকৃতি স্বরূপ স্বর্ণ পদক পান।
রবিবার (২৫) ফেব্রুয়ারী প্রধান মন্ত্রী’র হাত থেকে এ স্বর্ন পদক গ্রহন করেন তিনি। জানাযায়, এর আগেও আবদুল্লাহ সোহাগ জুনিয়র ও প্রাথমিক বৃত্তিসহ মাধ্যমিকে জিপিএ-৫ অর্জন করেন এবং উচ্চ মাধ্যমিক পরিক্ষায় কৃতিত্বের সহিত জিপিএ-৪.৯০ পান।
এদিকে স্বর্ন পদক পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জন্মস্থানের লোকজন তাকে অভিনন্দন জানায়। একই সাথে তার পরিবার ও আত্মীস্বজনের মধ্যে ব্যাপক আনন্দ বিরাজ করতে দেখা গেছে।
‘১৮৫ ‘লাশের স্বজন’ ওরা’
ওরা ক্লান্ত, পরিশ্রান্ত হলেও উদ্যমে ঘাটতি নেই কোন। মহামারী করোনায় কেড়ে......বিস্তারিত