LalmohanNews24.Com | logo

৭ই আশ্বিন, ১৪২৬ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০১৯ ইং

প্রতিবন্ধী হয়েও বিশ্বসুন্দরী তিনি!

প্রতিবন্ধী হয়েও বিশ্বসুন্দরী তিনি!

বিদিশা বালিয়া। বাড়ি ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরে। চমক দেখালেন ২১ বছরের এই তরুণী। এখন আরো অনেকের কাছে অনুকরণীয় হয়ে উঠেছেন তিনি। কানে শুনতে পান না বালিয়া। পৃথিবীটা তার জন্য নিঃশব্দ হওয়ায় মানুষের অবজ্ঞাও জুটেছে বিস্তর। কিন্তু সেই বিদিশাই মিস ডিফ ওয়ার্ল্ড ২০১৯ মুকুট জিতেছেন। প্রথমে খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন বিদিশা।

তিনি মূলত টেনিস খেলোয়াড়। বধিরদের জন্য আয়োজিত অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। পরে ইনজুরিতে পড়ায় সুন্দরী প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হন। ২২ জুলাই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রথম ভারতীয় হিসেবে সেরার মুকুট পরার গৌরব অর্জন করেন বিদিশা। এতে রানার্সআপ হন দক্ষিণ আফ্রিকার প্রতিযোগী। ২০০১ সালে স্পেনে প্রথম মিস ডিফ ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে চ্যাম্পিয়ন হন ইউক্রেনের ভিক্টোরিয়া প্রায়তেচেনকো।

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি