LalmohanNews24.Com | logo

১৬ই অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ | ১লা ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ

পুর্ণমিলনীকে ঘিরে আনন্দে ভাসছে ২০০২ ব্যাচের শিক্ষাথীরা

এম ইউ মাহিম এম ইউ মাহিম

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত : মে ২৮, ২০১৯, ১৩:০৬

পুর্ণমিলনীকে ঘিরে আনন্দে ভাসছে ২০০২ ব্যাচের শিক্ষাথীরা

এসো মিলি বন্ধুর টানে- এ স্লোগানের আলোকে লালমোহন মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ২০০২ ব্যাচের  প্রাক্তন শিক্ষার্থী ও সরকারী শাহবাজপুর কলেজের ব্যাচের বন্ধুদের নিয়ে গঠিত বন্ধু সংগঠন বন্ধন-২০০২ এর উদ্যোগে আসছে ২৯শে রমজান ৪ই জুন মঙ্গলবার প্রথমবারের মত ব্যাচের পুনর্মিলনী করতে যাচ্ছে। একই সাথে ইফতার ও মরহুম শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী ও ম্যানেজিং কমিটির সংশ্লিষ্টদের রুহের মাগফেরাত কামনার্থে বিশেষ প্রার্থনা করা হবে।শিক্ষা বিস্তারে গুরুত্বপুর্ন অবদান রাখায় লালমোহন মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়কে ব্যাচের পক্ষ হতে “বিশেষ সম্মাননা” প্রদান করা হবে।
২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা জানান দুরন্ত কৈশোরের স্মৃতিবিজড়িত প্রিয় শিক্ষাঙ্গনে আমরা পাঁচটি বছর কাটিয়েছি। ব্যাচের কয়েকজন ঢাকা সহ বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছেন। আমরা অধিকাংশই শাহবাজপুর কলেজে ভর্তি হয়ে কলেজ ব্যাচের বন্ধুদের সাথেও ভাল সময় কাটিয়েছি। স্কুলটি আমাদের আবেগ ভালবাসার জায়গা। আমরা এ স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানে কলেজের ব্যাচের বন্ধুরা সহ একত্রিত হব এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারেনা।দীর্ঘ ১৭ বছর অনেকের সাথে আমাদের যোগাযোগ থাকলেও দেখা হয়নি। সকলে একত্রিত হয়ে ফটোশেসন করতে পারব যা স্মৃতির পাতায় চিরদিন সমুজ্জল হয়ে থাকবে। বন্ধু সংগঠন বন্ধনের সকল সদস্যরা তাদের অনুষ্ঠানের সাফল্যর জন্য সবার নিকট দোয়া চেয়েছেন।
Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি