ভোলার লালমোহনে করোনা ভাইরাস আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি আতঙ্কে রয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সরাও। নিজেদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পারসোনাল প্রোটেকটিভ ই্কুইপমেন্ট (পিপিই) না থাকায় চিন্তিত হয়ে পড়েছেন তারাও।
এ পর্যন্ত লালমোহনে বিদেশ থেকে এসেছেন ১৭৯ প্রবাসী। তবে এদের মধ্যে কেউ করোনায় সন্দেহভাজন ও আক্রান্ত হলে তাদের সেবাদানকালে নিজেদের অনিরাপদ মনে করছেন তারা।
হাসপাতালের নার্সরা বলেন, করোনার রোগীকে সেবাদানের আগে আমাদের নিজেদের সুরক্ষা অতীব জরুরি হলেও এখানে এমন কোন ব্যবস্থা নেই। এতে আমরাও ঝুঁকির মধ্যে রয়েছি। তাই মাক্সসহ অতীব প্রয়োজনীয় সামগ্রী বাহির থেকে ক্রয় করতে হচ্ছে।
লালমোহন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মহসিন খাঁন বলেন, আমাদের পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট এর জন্য উপরোস্থ কর্মকর্তাদের অবহিত করেছি। শিগগিরই সেগুলো এসে পৌঁছাবে।
‘করোনায় আক্রান্ত খালেদা জিয়ার জন্য আইসিইউসহ কেবিন বুকিং’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ‘ফিরোজা’ বাসভবনের সব বাসিন্দাই করোনায় আক্রান্ত......বিস্তারিত