পদত্যাগের ঘোষণা দেয়ার পর নিজের সাইকেল চালিয়ে কার্যালয় ছাড়লেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট।
শিশু কল্যাণ তহবিল নিয়ে জালিয়াতির অভিযোগে পদত্যাগ করে তার সরকার। শুক্রবার পদত্যাগের ঘোষণা দেয়ার পর সরকারি গাড়ি কিংবা প্রকোটল কিছু ব্যবহার করেননি তিনি।
কর কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে প্রায় ২৬ হাজার পরিবারের বিরুদ্ধে শিশু কল্যাণ তহবিল নিয়ে জালিয়াতির অভিযোগ আনে কর্তৃপক্ষ। ফলে সেসব পরিবারকে ওই অর্থ ফেরত দিতে হয়। এতে অনেক পরিবার বিপাকে পড়ে। ভিকটিমদের ঘরবাড়ি হারানো এমনকি বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাও ঘটে। ফরম পূরণের ক্ষেত্রে ছোটখাটো ভুলের জন্যও অনেক পরিবারকে এমন পরিণতির শিকার হতে হয়েছে যাদের একটা বড় অংশই অভিবাসী। তাদের অনেককেই শুধু দ্বৈত নাগরিকত্বের জন্য বাড়তি তদন্তের মুখে পড়তে হয়েছিল।
বিষয়টি নিয়ে সমালোচনার মুখে শুক্রবার হেগে মন্ত্রিসভার জরুরি বৈঠক আহ্বান করা হয়। ওই বৈঠক থেকেই পদত্যাগের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রী মার্ক রুটের নেতৃত্বাধীন সরকার। সে অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে রাজার কাছে পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী মার্ক রুটে।
পদত্যাগ করলেও আগামী ১৭ মার্চ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত বর্তমান প্রশাসন অন্তর্বর্তীকালীন দায়িত্ব চালিয়ে যাবে বলে জানিয়েছেন পদত্যাগী প্রধানমন্ত্রী মার্ক রুটে।
‘বাংলাদেশ ও ভারতকে যুক্ত করছে যে নদীসেতু’
Jasim Jany: বাংলাদেশ ও ভারত সীমান্তে দুই দেশের মধ্যে সংযোগের জন্য ফেনী......বিস্তারিত