লালমোহননিউজ টোয়ান্টিফোর ডটকম: ঢাকার লালবাগে পথ হারিয়ে কাঁদছে লালমোহনের ৮ বছর বয়সের শিশু সজিব। গতকাল রবিবার ৫ টার দিকে লালবাগ এলাকায় সজিবকে রাস্তার পাশে কাঁদতে দেখে সেখানের একটি মসজিদের ইমাম। পরে সে তাকে নিয়ে তার কাছে রাখেন।
তিনি ভোলার পরিচিত এক লোককে বিষয়টি জানান। ভোলার ওই লোকটি জেলার স্থানীয় সাংবাদিকদের জানালে তারা লালমোহননিউজ টোয়ান্টিফোর ডটকমের বার্তা প্রধান হাসান পিন্টুকে বিষয়টি অবহিত করেন। বর্তমানে শিশু সজিব লালবাগের ওই মসজিদের ইমামের হেফাজতে রয়েছে বলে জানা যায়।
শিশু সজিবের ভাষ্যমতে, সে ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ এলাকার মুজিব ডাক্তার বাড়ির মৃত লোকমান হোসেনের ছেলে। সজিব ঢাকায় তার মামার সাথে থাকতো বলে জানায়।
‘ভারতে প্রতি চার সেকেন্ডে ১ জন আক্রান্ত’
ভয়াবহ কোভিড ঝড় বয়ে যাচ্ছে ভারতের ওপর দিয়ে। গত বুধবার......বিস্তারিত