বিনোদন ডেস্ক- সোনাক্ষী সিনহা, জনপ্রিয় বলিউড অভিনেত্রী। এখন পর্যন্ত যে ছবিগুলোতে অভিনয় করেছেন তার কোনটিতেই খুব বেশি খোলামেলা রুপে দেখা যায়নি তাকে। গেল বছর ‘ইত্তেফাক’ ছবিতে সিদ্ধার্থ মলহোত্রের সঙ্গে কিছু ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সংবাদ মাধ্যমকে বলেছিলেন ‘অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে আমার অস্বস্তি হয়’।
সেই অভিনেত্রী এবার নিজ থেকেই একটি চরিত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। আর সেটি সম্প্রতি মিডিয়াকেও জানিয়েছেন তিনি। পতিতা হতে চান সোনাক্ষী! বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। পর্দায় পতিতা হিসেবে কাজ করার স্বপ্ন দেখেন তিনি।
তার মতে এ চরিত্রে চ্যালেঞ্জ রয়েছে অনেক। অনেকেরই হয়তো অনেক চরিত্রে অভিনয়ের স্বপ্ন রয়েছে। আমি চাই পতিতা হিসেবে কাজ করতে। একজন পতিতার সুখ, দুখ, ভালোবাসা, আনন্দ, কষ্ট সব কিছু সেই গল্পে তুলে ধরতে। বলতে পারেন এর জন্য আমি প্রস্তুতও আছি।
সোনাক্ষী আরও বলেন, আমি এখন পর্যন্ত কমেডি, অ্যাকশন, রোমান্টিক ঘরানার ছবিতেই কাজ করেছি। এবার একটু ব্যতিক্রম কিছু করতে চাই। এমন একটি কাজ করতে চাই যেটা স্মরণীয় হয়ে থাকবে। চ্যালেঞ্জ থাকবে। সেক্ষেত্রে পতিতা চরিত্রটি আমার কাছে সেরা মনে হয়।
হাসান পিন্টু
‘স্কুলে পুড়ে মরল ২০ শিশু শিক্ষার্থী’
নাইজারে খড়ের তৈরি একটি স্কুলে অগ্নিকাণ্ডে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ২০টি......বিস্তারিত