LalmohanNews24.Com | logo

৮ই জ্যৈষ্ঠ, ১৪২৬ বঙ্গাব্দ | ২২শে মে, ২০১৯ ইং

নৌ রুটে তরমুজে অসহায় যাত্রীরাঃ দূর্ভোগ লাঘবের দাবী

মোঃ জসিম জনি মোঃ জসিম জনি

সম্পাদক ও প্রকাশক

প্রকাশিত : এপ্রিল ১৯, ২০১৮, ২১:৩৯

নৌ রুটে তরমুজে অসহায় যাত্রীরাঃ দূর্ভোগ লাঘবের দাবী

> আরশাদ মামুনঃ লালমোহন-ঘোষের হাট-বেতুয়া টু ঢাকা নৌ রুটে যাত্রীদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। লঞ্চ মালিকদের অতি লোভের ফলেই এমন দূর্ভোগ হচ্ছে বলে অভিযোগ নৌ যাত্রীদের। যাত্রী পরিবহনের চেয়ে মৌসুমী ফল তরমুজ পরিবহনে অতি উৎসাহী লঞ্চ কর্তৃপক্ষ। প্রায় প্রতিটি লঞ্চেই যাত্রী পরিবহন না করে তরমুজ পরিবহনে ব্যাপক আগ্রহী হওয়ার ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে। প্রতিটি তরমুজের বিপরীতে পাঁচ টাকা ভাড়া আদায় ও একই সাথে কমপক্ষে অর্ধ লক্ষ তরমুজ পরিবহন করছেন লঞ্চ মালিকরা। এ ক্ষেত্রে এক হাজার যাত্রী পরিবহন না করে পঞ্চাশ হাজার তরমুজ পরিবহনে লাভ অধিক। যদিও কেবল ঈদের সময়তেই হাজার যাত্রী পাওয়া সম্ভব। ঈদের আমেজ শেষে দৈনিক ২ থেকে বড় জোর ৩ শতের বেশি যাত্রী না পাওয়ায় আগ্রহ হারাচ্ছে এসব ব্যবসায়ীগন।
এ বিষয়ে কর্নফুলী’র-( ১৪,১২) দায়িত্ব প্রাপ্ত ইনেসপেক্টর জনাব আনোয়ার হোসেন মীর বলেন, মুলত ঈদ ছাড়া মালিকপক্ষ লোকসানের সম্মুখীন হতে হচ্ছে যার ফলে মৌসুমী ফল পরিবহনের মাধ্যমে সেই লোকসান মুক্তের চেষ্টা করেন।

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি