LalmohanNews24.Com | logo

২রা ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ | ১৬ই আগস্ট, ২০১৮ ইং

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি অভিযোগ করছে : হানিফ

প্রকাশিত : জুলাই ৩০, ২০১৮, ১৫:৪৪

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি অভিযোগ করছে : হানিফ

তিন সিটির নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি অভিযোগ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

সোমবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও অপ্রীতিকর পরিস্থিতির প্রমাণ পাওয়া যায়নি।

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি এমন অভিযোগ করছে। কোন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বিএনপিকে তার সুনির্দিষ্ট প্রমাণ দেয়ার জন্য বলেন হানিফ।

তিনি উল্টো অভিযোগ করে বলেন, বরিশালের দুটি কেন্দ্র থেকে আওয়ামী লীগের এজেন্ট বের করে দেওয়া হয়েছে।

হানিফ বলেন, ভোটকেন্দ্র থেকে এজেন্ট বের করা নিয়ে মিথ্যাচার বিএনপির পুরনো অভ্যাস। পরাজয়ের শঙ্কা থেকেই বিএনপি এমনটি করছে।

বরিশালে বিএনপি প্রার্থীর ভোট বর্জনের ব্যাপারে আওয়ামী লীগের এ নেতা বলেন, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতেই তারা এমন করছে। সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি, যার জন্য নির্বাচন বর্জন করতে হবে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি