LalmohanNews24.Com | logo

৫ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ১৮ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ

নারায়নগঞ্জ থেকে এসে আত্মগোপন করায় লালমোহনে ৯ বসত ঘর লকডাউন

নারায়নগঞ্জ থেকে এসে আত্মগোপন করায় লালমোহনে ৯ বসত ঘর লকডাউন

মো. জসিম জনি ও হাসান পিন্টু: ভোলার লালমোহনে করোনা ভাইরাস সংক্রমণ ঘটাতে পারে এমন সন্দেহে ৯ টি বসত ঘর লকডাউন করে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে লালমোহন পৌরসভার ৭নং ওয়ার্ডের কালাগাজি বাড়িতে এসব ঘর লকডাউন করেন উপজেলা নির্বাহী অফিসার।

উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি জানান, নাজিম নামে এক যুবক ওই বাড়িতে আত্মগোপন করে। সে নারায়নগঞ্জ এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী এক ব্যক্তির বাড়ি থেকে পালিয়ে আসে। সেখানে আরো কয়েকজন করোনা আক্রান্ত ছিল। নাজিম কালাগাজি বাড়ির মানু মিস্ত্রির পুত্র। সে নারায়নগঞ্জ চাকরি করতো।

তার মাধ্যমে করোনা ভাইরাস ছড়াতে পারে এমন সন্দেহে ওই বাড়িসহ আশপাশের ৯টি ঘর লকডাউন করে দেওয়া হয়। একই সাথে পৌরসভা থেকে দুইজন ভিডিপি নিযুক্ত করা হয়েছে পাহারার জন্য।

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি