ভোলা প্রতিবেদকঃ ১০বছরেও কান্না থামেনি ভোলার মানুষের। শ্রদ্ধাভরে স্বরণ করলেন তাদের মঞ্জু মিয়াকে। বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নাজিউর রহমান মঞ্জুর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ভোলায় বিশাল শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ শ্রদ্ধার তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করলেন ভোলার লাক্ষ জনতা।
বৃহস্পতিবার (৫এপ্রিল) সকালে ভোলা জেলা বিজেপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে এ শোক শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। র্যালীতে বিজেপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র্যালিটি নতুন বাজার দলীয় অফিস থেকে শুরু করে শহরের সদর রোড মহাজন পট্রির বিএনপি অফিসের সামনে দিয়ে পৌরভবন এলাকায় এসে শেষ হয়।
র্যালী শেষে নাজিউর রহমান মঞ্জুর দীর্ঘকর্ম জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, সদর উপজেলার সভাপতি আব্দুল্লাহ আল মামুন খসরু, উপজেলা সাধারণ সম্পাদক মানিক বাগা, যুব সংহতির সভাপতি নুরে আলম সিদ্দিকী টিটু, স্বেচ্ছাসেবক সভাপতি মোঃ গোলাম হোসেন মিয়াজী, জেলা ছাত্র সমাজের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব কামাল হোসেন, বিজেপির চেয়ারম্যান ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ’র একান্ত সহকারী মোঃ জুয়েল, যুগ্ম আহবায়ক শান্ত ঘোষ, সদর উপজেলা বিজেপির দপ্তর সম্পাদক অনুপম দত্ত, শ্রমিক পার্টির সভাপতি জামাল উদ্দিন সকেট, সরকারি কলেজ ছাত্র সমাজের সভাপতি ইমরুল হাসান টিমনসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য ২০০৮ সালের ৬ই এপ্রিল ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ভোলার উন্নয়নের রুপকার নাজিউর রহমান মঞ্জু।
হাসান পিন্টু
‘১৮৫ ‘লাশের স্বজন’ ওরা’
ওরা ক্লান্ত, পরিশ্রান্ত হলেও উদ্যমে ঘাটতি নেই কোন। মহামারী করোনায় কেড়ে......বিস্তারিত