ব্রিটেনে নাইটক্লাবে গাঁজার খামারের সন্ধ্যান পেয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে দেশটির কভেন্ট্রি এলাকায় একটি সাবেক নাইটক্লাবে এ খামারের সন্ধ্যান পায় পুলিশ। ক্লাবে অভিযান চালিয়ে পুলিশ হতবাক হয়ে যায়। এসময় নাইটক্লাবের তিন তলা বিশষ্টি ভবনের প্রতিটি ফ্লোরে টবে সাজানো প্রায় এক মিলিয়ন পাউন্ড মূল্যের গাঁজা গাছ পাওয়া যায়।এছাড়া এই ভবন থেকে দেড় হাজার পাউন্ড মূল্যের বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়।
ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) কর্মকর্তা জানিয়েছেন, এটি কভেন্ট্রি এলাকার গাঁজা চাষের বড় খামারের মধ্যে একটি। পুলিশ এখান থেকে প্রায় এক হাজার গাছ উদ্ধার করতে সক্ষম হয়। একই সাথে খামরের সাথে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। স্কাই নিউজ জানিয়েছে,বৃহস্পতিবার কভেন্ট্রির সিটি সেন্টার এলাকার ভবনে এই অভিযান পরিচালনা করা হয়।।
‘চীন-কাতার-ভারত-মালয়েশিয়ার কাতারে পৌঁছে গেছে বাংলাদেশ’
Jasim Jany: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মন্তব্য করেছেন, বর্তমানে বাংলাদেশ......বিস্তারিত