লালমোহননিউজ টোয়ান্টিফোর ডটকম: চরফ্যাসন উপজেলার নজরুল নগর ইউনিয়নে কোস্ট ট্রাস্টের আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯ টা-৩টা পর্যন্ত কোস্ট ট্রাস্টের আয়োজনে,পিকেএসএফ এর সহযোগিতায় ও ইউরোপিয়ন ইউনিয়নের অর্থায়নে চরফ্যাশন উপজেলার মাঝের চর ফাযিল মাদ্রাসায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।প্রোগ্রাম অফিসার মোঃ সাহেব এর সভাপত্বিতে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অধ্যক্ষ এ কে এম লোকমান হোসেন,মাঝের চর ফাযিল মাদ্রাসা।
এছাড়াও শাখা ব্যবস্থাপক মোঃ সেলিম হোসেন,শাখা হিসাবরক্ষক মাধব মিএ,পিও-টেকনিক্যাল মাহবুব আলম,পিও-সোশ্যাল শ্যামল সরকার উপস্থিত ছিলেন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কোস্ট ট্রাস্ট যে মহৎ উদ্যোগ গ্রহন করেছে তার জন্য কোস্ট ট্রাস্টের প্রধান নির্বাহী সহ সকল কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ।
তিনি আরও বলেন আজকে কোস্ট ট্রাস্ট বিনামূল্যে অতি দরিদ্র মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করবে যে সেবা উপজেলায় গিয়ে নিতে হলে জন প্রতি ২০০ টাকা খরচ হতো,তাই সকলের উচিত উক্ত সেবা গ্রহন করা। এ সময় বিনামূল্যে ২০০জন অতি দরিদ্র কিশোরী, নারী-শিশু ও পুরুষকে রক্তের গ্রুপ নির্নয় করা হয়।
হাসান পিন্টু
‘সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলেই করোনায় মৃত্যু’
বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির অ্যাসোসিয়েট নিউজ প্রডিউসার রিফাত সুলতানা......বিস্তারিত