রোমানুল ইসলাম সোহেব, দৌলতখান অফিস : ভোলার দৌলতখানে নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দফায় দফায় পুলিশ ও স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষের পুলিশ সহ ৩ জন আহত হয়েছে। বুধবার ১৮ এপ্রিল বিকেল ৫ টায় পৌর শহরের লঞ্চঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আহতরা হলেন, জেলে মো. ইউসুফ, সফিজল বাঘা ও পুলিশ কনেস্টবল মুজিবুর রহমান। গুরুত্বর অবস্থায় জেলে মো. ইউসুফকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে দৌলতখান হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়।
ইউসুফের বোন বিবি ফাতেমা অভিযোগ করেন, দুপুরের দিকে জেলে ইউসুফ, সফিজল বাঘা অভাবের কারণে নদী মাছ ধরতে গেলে পুলিশ তাদের ধরে নির্যাতন করে পানিতে চুবাতে থাকে। এতে ইউফুস জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয় লোকজন প্রতিবাদ করলে পুলিশ এলোপাথাড়িভাবে লাঠি চার্জ করে। এঘটনায় স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে ইট পাটকেল নিক্ষে ও বিক্ষোভ করেছেন।
দৌলখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন বলেন, এক জেলে আহত ও এক পুলিশ সদস্য সামান্য আহত হয়েছে। জামেলাই আছি বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
‘সৌদি-আমিরাতে আশঙ্কাজনক হারে বাড়ছে বন্ধ্যাত্ব’
1157 Shares Share on Facebook Share on Twitter মধ্যপ্রাচ্যের দুই......বিস্তারিত