LalmohanNews24.Com | logo

৩রা পৌষ, ১৪২৫ বঙ্গাব্দ | ১৬ই ডিসেম্বর, ২০১৮ ইং

দৌলতখানে নসিমন ও অটো রিক্সার সংঘর্ষে নিহত-১

দৌলতখানে নসিমন ও অটো রিক্সার সংঘর্ষে নিহত-১

ভোলার দৌলতখানে  পায়ার সার্ভিস সংলগ্ন  সড়কে গাছ বোঝাই নসিমন  ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে  মিরাজ  নামে এক যুবক নিহত  হয়েছেন।  আজ বৃহস্পতিবার বিকেলে ৪ টায় দৌলতখান  পায়ার সার্ভিস  নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।।
নিহত মিরাজ দোলতখান পৌরসভা ৮ নং ওয়ার্ডের ভোটেরঘর এলাকার কালু মাজির ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার স্বজনরা জানান, নিহত মিরাজ দৌলতখান থেকে অটোরিকশা যোগে ভোলায় যাচ্ছিলেন  দৌলত ফায়ারসার্ভিস  নামক স্থানে আসলে দৌলতখান মুখি একটি গাছবোঝাই নসিমন  এসে অটোরিকশাকে মেড়ে দেয়  এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মিরাজের।
এ সময় নসিমন ও অটোরিকশার  ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত মিরাজকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে  দৌলতখান  হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে  দৌলতখান থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে “তবে বর্তমানে নসিমন এবং অটোরিকশা দৌলতখান থানায় আটক করা হয়েছে আসামীরা ঘটনাস্থল থেকে  পালিয়ে গেছে অতিদ্রুত ড্রাইভারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি