LalmohanNews24.Com | logo

১৪ই ফাল্গুন, ১৪২৬ বঙ্গাব্দ | ২৬শে ফেব্রুয়ারি, ২০২০ ইং

দৌলতখানে নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

দৌলতখানে নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলার দৌলতখান উপজেলার ভবানিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে জুনায়েদ (৬ নামে )এক শিশু মেঘনা নদীর পানিতে ডুবে মুত্যু হয়েছে ।  বৃহস্পতিবার দুপুর দুইটায় এই ঘটনা ঘটে । জুনায়েদের পিতা মিলন মাঝী জানান , ঘটনার দিন জুনায়েদ বাড়ীর পাশে মেঘনা
নদীতে তার দাদীর সাথে গোসল করতে গেলে নদীতে পড়ে যায়।

এ সময় পানির ¯স্রোত বেশি থাকায় মুহূর্তেই হারিয়ে যায় সে। পরে দৌলতখান ফায়ারসার্ভিসকে খবর দিলে ২ঘন্টা খোঁজাখুঁজির পর শুক্রবার দৌলতখান ভোটেরঘর এলাকার নদীর মাঝে তার লাশ বেসে উঠলে জেলেরা নৌকা থামিয়ে উদ্ধার করে।

দৌলতখান ফায়ার সার্ভিসের কর্মকর্তা আমিনুল জানান , গতকাল রাতে নদীতে জোয়ার থাকায় অনেকক্ষণ চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায়নি। তবে শুক্রবার ‘১১টা থেকে নদীতে উদ্ধার কাজ পরিচালনা করে তাকে উদ্ধার করা হয়।

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি