রোমানুল ইসলাম সোয়েব, দৌলতখান প্রতিবেদক: ভোলার দৌলতখানে পারিবারিক বিরোধের জের ধরে ছেলের হাতে খুন হয়েছেন বকুল বেগম (৫০) নামে এক নারী।
শুক্রবার (০৪ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দিদারুল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে। বকুল ওই গ্রামের মৃত কুদ্দুসের স্ত্রী।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বকুলের সঙ্গে তার ছেলে করিমের জমি সংক্রান্ত ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া চলে আসছিল। এর জের ধরে সন্ধ্যায় মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে করিম ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর করিমও পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আহত করিমকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
হাসান পিন্টু
‘ব্যাংকারদের জন্য নতুন সুবিধা’
করোনা সংক্রমণ বাড়তে থাকায় সরকার ঘোষিত কঠোর লকডাউনে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের......বিস্তারিত