LalmohanNews24.Com | logo

৫ই জ্যৈষ্ঠ, ১৪২৬ বঙ্গাব্দ | ১৯শে মে, ২০১৯ ইং

দৌলতখানে আগুনে দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

দৌলতখানে আগুনে দুই ব্যবসা প্রতিষ্ঠান  পুড়ে ছাই

দৌলতখানের সৈয়দপুর ৭ নং ওয়ার্ডের পরিষদ সংলগ্ন  এলাকায়  দুর্বৃত্তের আগুনে দুই ব্যবসা প্রতিষ্ঠানে  পুড়ে ছাই হয়ে গেছে।

 এ ঘটনায় প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের আধা ঘটনার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হল- মহিজল সাজী’র মুদি দোকান  ও ইমরান হোসেনের  চায়ের দোকানদার।
ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, দৌলতখান  সৈয়দপুর ৭  নং ওয়ার্ড পরিষদ সংলগ্ন এলাকায় রাত ১ টায় মহিজলের ব্যবসা প্রতিষ্ঠানে  একদল দুর্বৃত্ত আগুন লাগিয়ে  পালিয়ে  যায়। এতে মুহুর্তের মধ্যে আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠান  পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে দৌলতখান ফায়ার সার্ভিস কর্মকর্তা মোস্তফা কামাল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।
লালমোহননিউজ/ হাসান পিন্টু
Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি