দেশে এখন ভোটার ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন। আজ বুধবার প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশনের সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমদ দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন।
তিনি জানান, এখন দেশে মোট পুরুষ ভোটার সংখ্যা ৫ কোটি ২৫ লাখ ১২ হাজার ১০৫। নারী ভোটার এর চেয়ে কম। নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৭৬।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা বছরই ভোটার হওয়া যায়। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত যারা ভোটার হবেন, তারা সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বা নির্বাচনেও অংশ নিতে পারবেন বলে জানান তিনি। তফসিল ঘোষণার পরও নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে ভোটার হওয়ার সুযোগ রয়েছে।
ইসি সচিব জানান, এর আগে ২ জানুয়ারি প্রকাশিত খসড়া তালিকায় ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩ জন। খসড়া তালিকা প্রকাশ করার পর ভোটার বেড়েছে ৯০ হাজার ৪৯৮ জন। এর মধ্যে পুরুষ ৪৯ হাজার ২৪০ জন এবং নারী ৪১ হাজার ২৫৮ জন। এবার মোট ভোটার বেড়েছে ২৭ লাখ এক হাজার ৭৮০ জন।
‘বৃহস্পতিবার টাকা দিবস’
Jasim Jany: স্বাধীন বাংলাদেশে প্রথম নিজস্ব নোট বা মুদ্রার প্রচলন শুরু হয়......বিস্তারিত