মেহেদী হান্নান, দুলার হাট প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট কেন্দ্রে এসএসসি ও সমমানের আজকের বিজ্ঞান বিভাগের রসায়ন,মানবিক বিভাগের পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ব্যবসায় উদ্যোগ পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃআবুবক্কর সিদ্দিকী বহিষ্কৃতদের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এ সাঁজা দেন।বহিষ্কৃতরা হলেন শিবারহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মোঃরাকিব হোসেন,চর নুরুল আমিন মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ সবুজ,দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ রাকিব,মোঃসুজন এবং আহম্মদপুর স্কুল এন্ড কলেজের মোঃ নজরুল ইসলাম।তারা আজ থেকে পরবর্তী পরীক্ষাগুলোতে আর বসতে পারবে না।
এদের মধ্যে চর নুরুল আমিন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মোঃসুজনকে পরীক্ষা শেষ হবার ৩ মিনিট পূর্বে নকল পেয়ে বহিষ্কার করা হয়।প্রথম জনকে মোবাইলসহ,একজনকে বই আর বাকি দুজনের কাছে নকল পেয়ে বহিষ্কার করা হয়েছে।
এছাড়াও পরীক্ষার কক্ষে দায়িত্ব অবহেলা এবং বিষয় ভিত্তিক শিক্ষক দেয়ার কারনে দুই শিক্ষককে বহিষ্কার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবক্কর সিদ্দিকী।
হাসান পিন্টু
‘সৌদি-আমিরাতে আশঙ্কাজনক হারে বাড়ছে বন্ধ্যাত্ব’
1157 Shares Share on Facebook Share on Twitter মধ্যপ্রাচ্যের দুই......বিস্তারিত