LalmohanNews24.Com | logo

২৫শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ | ১০ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ

দুর্যোগপূর্ণ আবহাওয়া মহামান্য রাষ্ট্রপতির চরফ্যাসন সফর বাতিল: পরবর্তী সফর ২৪ জানুয়ারি

দুর্যোগপূর্ণ আবহাওয়া মহামান্য রাষ্ট্রপতির চরফ্যাসন সফর বাতিল: পরবর্তী সফর ২৪ জানুয়ারি

লালমোহননিউজ২৪ ডটকমঃ দুর্যোগ আবহাওয়ার কারনে ভোলার চরফ্যাসনের ১৬ জানুয়ারি মঙ্গলবার মহামান্য রাষ্ট্রপতির সফর বাতিল করা হয়েছে। পরবর্তী সফর ২৪ ও ২৫ জানুয়ারি।

মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ভোলার চরফ্যাসনে দক্ষিণ – পূর্ব এশিয়ার সর্বাধুনিক ও সুউচ্চ জ্যাকব টাওয়ার, অধ্যক্ষ নজরুর ইসলাম ডিগ্র কলেজ, বেগম রহিমা ইসলাম ডিগ্রী কলেজ, নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ, রসুলপুর – এওয়াজপুর মৈত্রী সেতু শুভ উদ্বোধন ও চরফ্যাসন সরকারি টি বি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষন প্রদান করার কথা ছিল।

প্রেসিডেন্টকে বহনকারী সেনা বাহিনীর হেলিকপ্টার ১৬ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২টায় অবতরনের সময় নির্ধারিত ছিল।

কিন্তু গতকাল (সোমবার) রাত থেকে দূর্যোগপূর্ণ আবহাওয়ার বিশেষ করে ঘনকূয়াশার কারনে মহামান্য রাষ্ট্রপতির সফর বাতিল করা হয় ।

পরিবেশ ও বন উপ- মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব জানান, ঘনকূয়াশার কারনে মহামান্য রাষ্ট্রপতির সফর ১৬ জানুয়ারি পরিবর্তন করে আগামি ২৪ ও ২৫ জানুয়ারি করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি আগামি ২৪ ও ২৫ জানুয়ারি চরফ্যাসন সফর করবেন।

 

হাসান পিন্টু

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

  • সম্পাদক ও প্রকাশক:

    মোঃ জসিম জনি

    মোবাইল: 01712740138
  • নির্বাহী সম্পাদক: হাসান পিন্টু
  • মোবাইলঃ০১৭৯০৩৬৯৮০৫
  • বার্তা সম্পাদক: মো. মনজুর রহমান