LalmohanNews24.Com | logo

৬ই বৈশাখ, ১৪২৬ বঙ্গাব্দ | ১৮ই এপ্রিল, ২০১৯ ইং

দুইদিনের সফরে কাল লালমোহনে আসছেন এমপি শাওন

দুইদিনের সফরে কাল লালমোহনে আসছেন এমপি শাওন

দীর্ঘদিনপর দুইদিনের সফরে  আগামীকাল (শুক্রবার) লালমোহনে আসছেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ঢাকা সদর ঘাট থেকে লঞ্চযোগে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। শুক্রবার সকালে এমপি শাওন লালমোহন মঙ্গল সিকদার ঘাটে পৌছবেন।

এদিকে সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনকে বরণ করতে লালমোহন ও তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের আগমণে লালমোহন ও তজুমদ্দিনের আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।

দুইদিনের সফরে এসে সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত লালমোহন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টূর্ণামেন্ট-২০১৮ ফাইনাল খেলার উদ্বোধন করবেন। এছাড়াও লালমোহনের বিভিন্ন গ্রামে গ্রাহকদের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন, বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড উদ্বোধন ও পরিদর্শন করবেন তিনি।

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি