মনিরুজ্জামান, বোরহানউদ্দিন সংবাদদাতা: ভোলা জেলার বোরহানউদ্দিন পৌর মেয়র মো. রফিকুল ইসলাম স্থানীয় বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেছেন। প্রধান শিক্ষক আ.ন.ম. আবদুল্যাহ্্ সভাপতিত্বে রবিবার দুপুরে বিদ্যালয়ের হল রুমে বিতরণ কার্যক্রম করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পৌরসভার মধ্যে অবস্থিত এই বিদ্যালয়টি এক সময়ে লেখা-পড়া ও শিক্ষার্থীর সংখ্যাগত দিক থেকে নাজুক অবস্থায় ছিলেন।
বর্তমান প্রধান শিক্ষক যোগদান করার পর সকলের সম্মিলিত প্রয়াসে লেখাপড়া, শিক্ষার্থীর সংখ্যা এবং ফলাফলে উপজেলার দৃষ্টান্ত সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন বিদ্যালয়ের যে কোনো উন্নয়ন ও সমস্যায় সর্বদা সর্বাত্মক সহযোগিতা করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রভাষক মোবাশ্বির হাসান, মো. মনিরুজ্জামান। উল্লেখ্য, বর্তমান মেয়র দীর্ঘ ০৭ (সাত) বছর ধরে ওই বিদ্যালয়ে ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করে আসছে। বিদ্যালয়ের বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা হাজারের ঊর্ধ্বে।
হাসান পিন্টু
‘সৌদি-আমিরাতে আশঙ্কাজনক হারে বাড়ছে বন্ধ্যাত্ব’
1157 Shares Share on Facebook Share on Twitter মধ্যপ্রাচ্যের দুই......বিস্তারিত