LalmohanNews24.Com | logo

২৩শে অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ | ৮ই ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ

দক্ষিণ আইচায় নকলনবীসদের সরকারী করণের দাবীতে মানববন্ধন

দক্ষিণ আইচায় নকলনবীসদের সরকারী করণের দাবীতে মানববন্ধন

সারা দেশের ন্যায় ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা সাব রেজিষ্ট্রারী অফিসে কর্মরত সকল নকল নবীসরা জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৩ সালে সরকারী করনের ঘোষিত বক্তব্য এবং ১৯৮৪ সালে বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা সানুগ্রহ সমর্থণের বাস্তবায়ন ও সরকারী করণের এক দফা দাবীতে রবিবার দুপুর থেকে বিকেল পযন্ত অফিসের সামনে মানব বন্ধন করেছে।

কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী কর্মসুচীতে বক্তব্য রাখেন নকল নবীস কমিটির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাইম, ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ, মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন আক্তার প্রমুখ।

বক্তারা কেন্দ্রীয় কমিটির সাথে একাগ্রতা প্রকাশ করে বক্তব্যে জানান, চাকুরী স্থায়ী করনের একদফা দাবীতে আগামী ১৯ ও ২০ মে কলম বিরতি, ১১ জুন সকল জেলা রেজিষ্ট্রার কার্যালয়ের সামনে ঘেরাও কর্মসুচী, ১৭ জুন জেলা প্রসাশক কার্যালয়ের সামনে মানব বন্ধন, ২৩ জুন ঢাকা আই,জি,আর কার্যালয়ের সামনে অবস্থাণ ধর্মঘট, ২৫ জুন থেকে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে দাবী আদায় না হওয়া পযর্ন্ত আমরণ অনশন করার কর্মসুচী পালন করা হবে।

লালমোহননিউজ/ এইচ.পি

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি