LalmohanNews24.Com | logo

৩রা আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০১৯ ইং

তিনি জাতীয় বীর

তিনি জাতীয় বীর

মাশরাফি বিন মর্তুজা। কোটি মানুষের প্রাণ। এদেশের ১৮ কোটি মানুষকে যিনি এক সুঁতোয় গাঁথেন। এই মাশরাফির নেতৃত্বেই বাংলাদেশের ক্রিকেট একের পর এক সাফল্য আসছে। চলতি বিশ^কাপেও থাকছেন প্রতিনিয়ত আলোচনার টেবিলে। বিশ^ব্যাপি ক্রিকেট কিংবদন্তিরাও তাকে প্রশংসায় ভাসাচ্ছেন বারবার। খেলার মাঠে এই টাইগার কাপ্তান কতটা উজাড় করে দেন সেটাও প্রমাণিত। এজন্যই তিনি জাতীয় বীর।

এ কথা বলছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)। আজ কার্ডিফে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছে বাংলাদেশ। খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগেই আইসিসি এক ভিডিওতে এ কথা জানায়।  ভিডিওর ক্যাপশনে আইসিসি মাশরাফির বিষয়ে লিখেছে, তিনি জাতীয় বীর, নিজের সর্বোচ্চটা বিলিয়ে দেন তিনি, তার চলার পথ অলৌকিক, অবিশ্বাস্য।

এভাবেই ভিডিওতে ক্যারিয়ারে একাধিকবার ইনজুরিতে আক্রান্ত হওয়ার পরও জীবনবাজি রেখে মাশরাফীর ক্রিকেট খেলে যাওয়ার চিত্র ফুটে উঠেছে ভিডিওটিতে। পাশাপাশি, মাশরাফিকে কিংবদন্তি, যোদ্ধা, লড়াকু হিসেবেও আখ্যা দিয়েছে আইসিসি। মাশরাফির ক্রিকেটিয় পরিচয়ের সঙ্গে তার সংসদ সদস্য পরিচিতিও উঠেছে ওই ভিডিওতে। ২ মিনিট ৫৭ সেকেন্ডের ভিডিওতে মাশরাফি জানিয়েছেন তার বারবার ইনজুরি থেকে ফিরে আসার গল্প।

ক্রিকেটের প্রতি যে মাশরাফী কতটা মিশে গেছেন তা নিয়ে সে বিষয়টিও ফুটে উঠেছে এই ভিডিওতে।যেখানে মাশরাফিকে নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় দলের দুই কোচ স্টিভ রোডস ও কোর্টনি ওয়ালশ। বাংলাদেশ ক্রিকেট দলে শিক্ষকের দায়িত্ব নিয়ে মাশরাফী কেমন খেলোয়াড় সে বিষয়ে বক্তব্য রেখেছেন তারা।

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি