হাসান পিন্টু, লালমোহননিউজ২৪ ডটকমঃ ভোলার লালমোহনে বিনামূল্যে ৬ শত লোকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার সদর লালমোহন ইউনিয়নের তরী ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায়, ফুলবাগিচার স্বেচ্ছাসেবী সংগঠন “লাল ফুল” এর আয়োজনে ও গজারিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন শঙ্খচিল এর সহযোগিতায় ফুলবাগিচা মধ্য বাজারে এ রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তরী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আমির হোসেন তরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডাঃ মো. হানিফ মাষ্টার।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তরী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও লালমোহন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ হানিফ মিয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. হারুন তরী, তরী ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর মো. কামরুল হোসেন সুবজ, লাল ফুলের সভাপতি জহিরুল ইসলাম প্রমূখ।
‘মনপুরায় করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ইউএনও’
মো: ছালাহউদ্দিন,মনপুরা (ভোলা) সংবাদদাতা: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলা স্বাস্থ্য......বিস্তারিত