ভোলার তজুমদ্দিন উপজেলার বিভিন্ন স্থানে মাস্ক না পরায় ৪৮ জনকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা উপজেলার দক্ষিণ খাসের হাটসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন।
এসময় মাস্ক পরিধান না করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর আওতায় ৪৭ টি মামলায় ৪৮ জনকে ৫ হাজার ১শ টাকা জরিমানা করেন। এই নিয়ে গত দুই দিনে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত ৮৬ জনকে জরিমান করেন। একই সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজারা বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। আবশ্যিক ভাবে মাস্ক পরিধানসহ সাধারণ জনগনকে উদ্বৃত্তের জন্য সচেতন সমাজের প্রতি আহবান জানাই।
‘করোনায় আক্রান্ত খালেদা জিয়ার জন্য আইসিইউসহ কেবিন বুকিং’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ‘ফিরোজা’ বাসভবনের সব বাসিন্দাই করোনায় আক্রান্ত......বিস্তারিত