তজুমদ্দিন প্রতিনিধি ॥ ভোলার তজুমদ্দিন উপজেলার সন্তানের মৃত্যুর খবর শুনে ১০ মিনিটের ব্যবধানে মারা গেলো এক মমতাময়ী মা। এ ঘটনায় পুরো উপজেলায় আলোড়ন সৃস্টি হয়েছে। নিহতের পারিবারিক সুত্র জানাগেছে, তজুমদ্দিন উপজেলা হিন্দু বৌদ্ধ ঔক্য পরিষদের উপদেষ্টা বাবু শিবপ্রশাদ গাঙ্গুলী (৬৫) রবিবার ভোর ৫ টায় স্ট্রোক করে মারা যান। তার মৃত্যুর খবর শুনে ৫ টা ১০ মিনিটের সময় মারা গেলেন বৃদ্ধ মাতা লাবন্য প্রভা গাঙ্গুলী (৯০)। তাদের বাড়ী চাদপুর ইউনিয়নের ছোটডাউরি এলাকায়। বিকালে উভয়ের অন্তেস্ট্রি ক্রিয়া সম্পন্ন করা হয়। তাদের মৃত্যুতে শোক জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, হিন্দু বৌদ্ধ ঔক্য পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
‘পিলখানা ট্র্যাজেডির দিন আজ’
Jasim Jany: আজ ২৫শে ফেব্রুয়ারি। পিলখানা ট্র্যাজেডি দিবস। এই দিনে ঘটেছিল নৃশংস......বিস্তারিত