LalmohanNews24.Com | logo

২রা কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | ১৮ই অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ

তজুমদ্দিনে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে ৪ জনকে অজ্ঞান করে মালামাল চুরি

তজুমদ্দিনে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে ৪ জনকে অজ্ঞান করে মালামাল চুরি

শরীফ আল-আমীন, তজুমদ্দিন।। 
তজুমদ্দিন উপজেলার আড়ালিয়া গ্রামে খাবারে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে এক পরিবারের ৪ সদস্যকে অজ্ঞান করে ঘরের মূল্যবান মালামাল লুট করে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। শুক্রবার সকালে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত  রাতে উপজেলার আড়ালিয়া  গ্রামের তেলি ছোবাহান বাড়িতে কয়ছর আহম্মদের  ঘরে রাতের কোন এক সময়ে খাবারের সঙ্গে অজ্ঞান পার্টির সদস্যরা নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে রাখে। রাতে ওই খাবার খেয়ে কয়ছর আহম্মেদ (৫৫), তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (৪৫), বোন হাসিনা বেগম (৫০) অজ্ঞান হয়। এই সুযোগে অজ্ঞান পার্টির সদস্যরা এই পরিবারের স্বর্ণালংকার মোবাইলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। শুক্রবার  সকালে পাশ্ববর্তী লোকজন ঘর খোলা দেখে ঘরে ঢুকে সবাইকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।
Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি