LalmohanNews24.Com | logo

২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ | ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ

তজুমদ্দিনে ঘরে নেশা স্প্রে করে দূধর্ষ চুরি

তজুমদ্দিনে ঘরে নেশা স্প্রে করে দূধর্ষ চুরি

ভোলার তজুমদ্দিনে রাতের অধারে ঘরের মধ্যে নেশা জাতীয়দ্রব্য স্প্রে করে জানালার গ্রীল ভেঙ্গে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইলসহ মালামাল নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা। এঘটনায় অচেতন ৪জনকে বাসায় চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

সুত্রে জানা যায়, মঙ্গলবার (৬ এপ্রিল) উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কালাশা গ্রামের রুহুল আমিন মাষ্টারের বাসার সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাতের কোন এক সময় অজ্ঞাতনামা চোরের বাহির থেকে ঘরের ভিতরে স্প্রে’র মাধ্যমে নেশা জাতীয়দ্রব্য স্প্রে করলে ঘরের সবাই অচেতন হয়ে পড়ে। এ সময় জানালার গ্রীল ভেঙ্গে ঘরে ডুকে অজ্ঞাতনামা চোরেরা ৭/৮ ভরি স্বর্ণ, নগদ ১০ হাজার টাকা, ৩টি মোবাইলসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

পরে সকাল বেলায় রিজিয়ার বোন ইয়াছমিন বেগম হেলেন ডিমের জন্য এসে এ অবস্থা দেখে ডাকচিৎকার দিলে পাশ্ববর্তী লোকজন আসলে ঘটনার জানাজানি হয়। অচেতনরা হলেন, আলহাজ্ব রুহুল আমিন হাওলাদার (৭৫), রিজিয়া বেগম (৭০), হাফসা বেগম (৩০) ও সাইফা (১০)। করোনার কারণে অচেতনদের হাসাপাতালে না এনে বাসায় চিকিৎসা দেয়া হচ্ছে। পরে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং আইনগত সহায়তা নিতে পরামর্শ দেন।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এনায়েত হোসেন বলেন, ঘটনা শুনার পর ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারকে থানায় এসে আইনগত সহায়তা নিতে পরামর্শ দেয়া হয়েছে।

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি