তজুমদ্দিনের মেঘনায় কোস্টগার্ড অভিযান চালিয়ে অবৈধ মশারী ও ইলিশজালসহ মাছের পোনা আটক করা হয়। আটককৃত জাল আগুণে পুড়ে নষ্ট করে হয় এবং মাছ গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়।
কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোনায়েম হোসেন বলেন, মঙ্গলবার সকালে মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে চর লাদেন এলাকায় মশারী জাল পাতে অজ্ঞাত জেলেরা। পরে কোষ্টগার্ড সদস্য সেখানে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার মশারী জাল, ২ হাজার মিটার ইলিশ জাল ও প্রায় ২শ কেজি ইলিশের পোনা আটক করা হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রশান্ত কুমার দাস বলেন, আটকৃতজাল শশীগঞ্জ স্লুইজঘাটে এনে জনসম্মুখে আগুণে পুড়ে ধ্বংস করা হয় ও প্রায় ২শত কেজি ছোট মাছ গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়।
লালমোহননিউজ/ এইচ.পি
‘জিয়ার জন্ম পাকিস্তানে, তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন না’
: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি......বিস্তারিত